খিলগাঁও তালতলা ভাঙ্গারী পট্রির আগুন নিয়ন্ত্রণে

293

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২০ (বাসস) : রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার ভাঙ্গারী পট্রির দু’টি দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ভোর ৪টা ২৫মিনিটে খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন এলাকায় ভাঙ্গারী পট্রির দু’টি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খিলগাঁও, তেঁজগাঁও ও হেডকোয়াটার থেকে ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। ভোর ৫টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
লিমা খানম আরও জানান, আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি। দু’টি বড় ভাঙ্গারী দোকানের মালামাল ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান ২ লাখ টাকা এবং প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে দমকল বাহিনী সূত্র জানায়।
সিগারেটের আগুন থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ।