দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

253

ফেনী, ৩০ অক্টোবর, ২০২০ (বাসস) : জেলার দাগনভূঞা উপজেলায় আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে দাগনভূঞা-বসুরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দাগনভূঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ফুলবাড়ির সোলাইমানের ছেলে জাকারিয়া এবং নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে আইনুল হক।
আহতরা হলেন, নেত্রকোনার পাহাড়পুর এলাকার মাঝুমিয়ার ছেলে আবিদ, একই এলাকার আবদুর রহমানের ছেলে মাসুদ ও নোয়াখালীর কবির হাটের নলুয়া এলাকার আবদুল বাতেনের ছেলে সুজন। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী।
দাগনভূঞা থানার উপ-পরিদর্শক (এসআই) আউয়াল জানান, সকালে ওই দাগনভূঞা-বসুরহাট সড়কের দাগনভূঞা পৌরসভার ইসমাইল ফরায়জীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে ঢাকাগামী ড্রিম লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে তা একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে দু’জন মারা যান।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসক জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে দু’জন হাসপাতালে পৌছার আগে মারা গেছেন। অন্য আহতের উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপ-পরিদর্শক আউয়াল জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।