বাসস দেশ-২৯ : চট্টগ্রামে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রার অনুমতি পুলিশের

97

বাসস দেশ-২৯
চট্রগ্রাম-মিলাদুন্নবী
চট্টগ্রামে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রার অনুমতি পুলিশের
চট্টগ্রাম, ২৯ অক্টোরব, ২০২০ (বাসস) : চট্টগ্রামে আগামীকাল ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা করতে অনুমতি দেয়া হয়েছে। তবে শোভাযাত্রাটি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেষ করতে হবে।
করোনার কারণে এবারের ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা উদযাপন হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে সে সংশয় কেটে গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখার (সিটিএসবি) পক্ষ থেকে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা উদযাপনের অনুমতি দিয়েছে।
সিটিএসবির উপ-কমিশনার (ডিসি) আব্দুল ওয়ারিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্দিষ্ট কিছু রোড হয়ে সংক্ষিপ্ত সময়ে শোভাযাত্রাটি শেষ করতে হবে। লোকসমাগম বেশি করা যাবে না। নগরীর বিবিরহাট থেকে মুরাদপুর হয়ে দুই নম্বর গেট হয়ে শোভাযাত্রাটি ফের মুরাদপুর হয়ে বিবিরহাট গিয়ে শেষ হবে।
আগামীকাল চট্টগ্রামসহ সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন হবে।
বাসস/ জিই/কেএ/কেসি/১৯২৫/-এএএ