বাসস ক্রীড়া-১০ : ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তনে মাগুরায় ভক্তদের আনন্দ-উল্লাস

123

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-সাকিব-মাগুরা
ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তনে মাগুরায় ভক্তদের আনন্দ-উল্লাস
ঢাকা, ২৯ অক্টোবর ২০২০ (বাসস) : সবধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা শেষ হবার সাথে-সাথে সাকিব আল হাসানের নিজের জেলা মাগুরার ভক্তরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক সাকিবের এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ বুধবার রাতে শেষ হতেই আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণের মাধ্যমে দেশের সেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তন উদযাপন করে মাগুরার ক্রিকেটপ্রেমিরা।
নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ থেকে মাঠে নামতে আর কোন বাঁধা থাকলো না সাকিবের। আবারো সাকিবকে দলে পাবে বাংলাদেশ। মাগুরার জনগণ এই দিনটিকে উৎসবের সাথে উদযাপন করতে কোন কমতি রাখেনি। আনন্দ-মিছিলে অংশ নিয়েছিলেন সাকিবের বাবা মাসরুর রেজা।
দুর্নীতি বিরোধী আইনের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ স্বীকার করে নেয়ায় গত বছর বাংলাদেশের তৎকালীন অধিনায়ক সাকিবকে দুই বছরের জন্য সকল ক্রিকেটে নিষিদ্ধ করেছিলো আইসিসি।
তিনটি অভিযোগের মধ্যে একটি হল, ম্যাচ ফিক্সিংএর প্রস্তাব পাবার তথ্য গোপন করেছিলেন সাকিব। যা এসিইউর কাছে প্রকাশ না করায় দুর্নীতির মধ্যে পড়ে।
সাকিবের আরও একটি ব্যর্থতা ছিল, ২০১৮ সালের জানুয়ারীতে ত্রিদেশীয় সিরিজে পাওয়া ম্যাচ ফিক্সিংএর পুরো বিবরণ এসিইউর কাছে প্রকাশ না করা।
২০১৮ সালের ২৬ এপ্রিল আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে ফিক্সিংএর জন্য যে আমন্ত্রন পেয়েছিলেন সেই তথ্যও গোপন করেছিলেন সাকিব।
আইসিসি আরচরণ বিধি ভঙ্গের সকল অভিযোগ মেনে নিয়েছেন সাকিব। তাই দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানির পরিবর্তে আইসিসির কাছে নিজের ভুল স্বীকার করে নেন তিনি।
আইসিসি এর আগে বলেছিল, অনুমোদনের স্থগিতাদেশের শর্ত পূরণ করে ২০২০ সালের ২৯শে অক্টোবর থেকে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে পারবেন সাকিব।
সাকিবের ক্রিকেট মাঠে ফেরার খবরে, বুধবার রাতে তার ভক্তরা মাগুরা শহরের রাস্তায় নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। এছাড়াও মাগুরার মানুষকে মিষ্টি খাওয়ান ভক্তরা।
শহরের ক্রিকেটপ্রেমি মনিরুল বলেন, ‘সাকিব মানেই বাংলাদেশ, সাকিব মানেই জয়। সাকিবের অনুপস্থিতির কারণে বাংলাদেশ দলের অনেক ক্ষতি হয়েছে। তাই ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তনের আমরা খুশী।’
সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, ‘সাকিব এত দিন বাংলাদেশ দলের বাইরে ছিলেন। তার নিষেধাজ্ঞা শেষ হয়েছে। তাই সাকিব ভক্তরা খুব খুশি। সবাই এজন্য আনন্দ করছে। সাকিব ভক্তদের মিষ্টি খাওয়ালাম। সকলেই সাকিবের জন্য দোয়া করবেন। আগামী দিনগুলিতে যেন সাকিব ভাল খেলতে পারে।’
বাসস/এএমটি/১৮৪৫/স্বব