বাজিস-৩ : বরগুনায় ঈদ উপলক্ষে চাল বিতরণ

174

বাজিস-৩
বরগুনা-চাল বিতরণ
বরগুনায় ঈদ উপলক্ষে চাল বিতরণ
বরগুনা, ৬ আগস্ট, ২০১৮ (বাসস) : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরগুনার অতি দরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের জন্য প্রায় দুই হাজার ৩শ’ মে. টন চাল বরাদ্দ এসেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনার ছয়টি উপজেলা ও চারটি পৌরসভায় ভিজিএফ কর্মসূচি আওতায় অতি দরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের জন্য ২০ কেজি করে বিনামূল্যে খাদ্য সহায়তার চাল দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এসব চাল আগামী ১০ আগস্টের মধ্যে উত্তোলন করে অতি দরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করতে হবে।
বরগুনা সদর উপজেলায় ৮৯৫.৮৮০ মেট্রিক টন, আমতলী উপজেলায় ৬১৯.৩০০ মেট্রিক টন, তালতলী উপজেলায় ৩২৯.৩৪০ মেট্রিক টন, পাথরঘাটা উপজেলায় ১৯০ মেট্রিক টন, বেতাগী উপজেলায় ১৬৫.৩৪০ মেট্রিক টন, এবং বামনা উপজেলায় ৯৪.৪২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/রপা/১২৩৫/নূসী/-