বাসস দেশ-১৩ : মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষরোপণ

81

বাসস দেশ-১৩
সংসদ চত্বর-বৃক্ষরোপণ
মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষরোপণ
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
মুজিববর্ষে ১ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সংসদ ভবন চত্বরে আজ বৃক্ষের চারা রোপণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু ।
বৃক্ষ রোপণ শেষে মো. শামসুল হক টুকু বলেন, যার জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশ ব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় জাতীয় সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত, আনন্দিত এবং উদ্বেলিত।
তিনি বলেন, বৃক্ষ মানুষকে বাঁচিয়ে রাখে। বৃক্ষ বিশ্ব জলবায়ু পরিবর্তনের পার্শ্ব প্রতিক্রিয়াকে প্রতিরোধ করে।
মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে ৩৫০ থেকে ৫০০ টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২৬ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংসদ সচিবালয় ও পিডব্লিউডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৬৪০/-কেজিএ