বাসস ক্রীড়া-৩ : সর্বোচ্চ রান সাকিবের

144

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-সর্বোচ্চ রান
সর্বোচ্চ রান সাকিবের
লডারহিল, ৬ আগস্ট, ২০১৮ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ৩ ম্যাচের ৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৩ রান করেছেন তিনি। গড়- ৩৪ দশমিক ৩৩। সর্বোচ্চ ইনিংস ৬০ রান। সিরিজের দ্বিতীয় ম্যাচে সর্বোচ্চ রানের খেলেছিলেন সাকিব।
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের। ৩ ম্যাচের ৩ ইনিংসে তার রান ৯৯। সিরিজে তার সর্বোচ্চ রানের ইনিংস ৪৭। সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিজের সর্বোচ্চ রানের এ ইনিংস খেলেন তিনি।
সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১টি হাফ-সেঞ্চুরিতে ৩১ দশমিক ৬৬ গড়ে সর্বমোট ৯৫ রান করেন ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় তামিম।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের পরিসংখ্যান :
ব্যাটসম্যান ম্যাচ ইনিংস অপরাজিত রান গড় ৫০ ১০০
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৩ ৩ ০ ১০৩ ৩৪.৩৩ ১ ০
আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) ৩ ৩ ১ ৯৯ ৪৯.৫০ ০ ০
তামিম ইকবাল (বাংলাদেশ) ৩ ৩ ০ ৯৫ ৩১.৬৬ ০ ১
লিটন দাস (বাংলাদেশ) ৩ ৩ ০ ৮৬ ২৮.৬৬ ১ ০
রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)৩ ৩ ১ ৮১ ৪০.৫০ ০ ০
বাসস/এএমটি/১১৫০/স্বব