ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ

233

লডারহিল, ৬ আগস্ট, ২০১৮ (বাসস) : লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। যা টি-২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
সংক্ষিপ্ত ভার্সনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ২০ ওভারে ১ উইকেটে ১৭৯ রান। ২০১২ সালে ঢাকায় ঐ স্কোর করেছিলো টাইগাররা।
টি-২০ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ১৯ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে ২১৫ রান। চলতি বছরের মার্চে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির তৃতীয় ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ২১৫ রানের টার্গেট দেয় শ্রীলংকা। মুশফিকুর রহিমের ৩৫ বলে অপরাজিত ৭২ রানে ৫ উইকেটে ২১৫ রান করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।