বাজিস-২ : পিরোজপুরে মাদক বিক্রেতার সাত বছরের কারাদন্ড

163

বাজিস-২
পিরোজপুর-কারাদন্ড
পিরোজপুরে মাদক বিক্রেতার সাত বছরের কারাদন্ড
পিরোজপুর, ৬ আগস্ট, ২০১৮ (বাসস) : জেলায় আব্দুল হালিম (৩২) নামের এক মাদক বিক্রেতাকে সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের অতিরিক্ত কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো.রফিকুল ইসলাম এ কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত আব্দুল হালিম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১০ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৮ এর একটি দল চরখালি এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হালিমকে গ্রেফতার করে। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে ৩১৯ পিস ইয়াবাবড়ি উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব ৮ এর ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক সুজন চক্রবর্তী আদালতে অভিযোগ দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামীর উপস্থিতিতে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন পিপি খাঁন মো.আলাউদ্দিন। আসামী পক্ষের ছিলেন শাহ আলম।
বাসস/সংবাদদাতা/কেইউ/১১৫০/নূসী