বাজিস-৯ : ঠাকুরগাঁওয়ে বিশবছর পর ভূমিহীনরা পেল বেদখল হওয়া বরাদ্দকৃত জমি

304

বাজিস-৯
ঠাকুরগাঁও- ভূমিহীন
ঠাকুরগাঁওয়ে বিশবছর পর ভূমিহীনরা পেল বেদখল হওয়া বরাদ্দকৃত জমি
ঠাকুরগাঁও, ২৮ অক্টোবর ২০২০ (বাসস): জেলার পীরগঞ্জ উপজেলায় আজ চৌদ্দটি ভূমিহীন পরিবার বিশবছর আগে বরাদ্দপ্রাপ্ত খাসজমির দখল বুঝে পেয়েছে।
আজ বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম বেদখল হওয়া এ জমি উদ্ধার করে বন্দোবস্ত পাওয়া ভূমিহীন পরিবারগুলোর মাঝে দখল বুঝিয়ে দেন।
পীরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম জানান, ১৯৯৯-২০০০ অর্থবছরে উত্তর মালঞ্চা গ্রামে টাঙ্গন নদীর পূর্বপাড়ে সাড়েপাঁচ একর জমি ১৪টি ভূমিহীনকে (পরিবার প্রতি ৩৮ শতক করে) বন্দোবস্ত দেন ঠাকুরগাঁওয়ের তৎকালীন জেলা প্রশাসক।ভূমিহীনরা কাগজেকলমে বন্দোবস্ত পেলেও ওই এলাকার প্রভাবশালীদের দখলে থাকায় ২০ বছরেও দখল পায়নি। আজ সরেজমিনে গিয়ে দখলদারদের কাছ থেকে জমি উদ্ধার করে বন্দোবস্ত পাওয়া ১৪টি ভূমিহীন পরিবারকে দখল বুঝিয়ে দেওয়া হয়।
বাসস/সংবাদদাতা/২১০২/এমকে