বাসস দেশ-১৬ : ঢাবি উপাচার্যের সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

122

বাসস দেশ-১৬
ঢাবি-জাপান রাষ্ট্রদূত
ঢাবি উপাচার্যের সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা,২৮ অক্টোবর,২০২০(বাসস):বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন।
আজ উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানী ভাষা শিক্ষা প্রদানের জন্য জাইকা জাপানী ভলেন্টিয়ার পাঠানোর বিষয়েও আলোচনা করেন।
এদিকে,বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাইকা চেয়ার’ প্রকল্পের আওতায় একটি সেমিনার অনুষ্ঠিত হবে বলেও আলোচনায় জানা যায়।
এছাড়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে জাপানী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহের বিষয়েও পারস্পরিক আলোচনা করেন তারা।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে আগ্রহ প্রকাশের জন্য জাপানী রাষ্ট্রদূত মি. ইতো নাওকিকে ধন্যবাদ জানান।
বাসস/সবি/এসএস/১৬৫০/কেজিএ