বাসস ক্রীড়া-৬ : আবারো দর্শক প্রবেশ নিষিদ্ধ করলো ইতালি

109

বাসস ক্রীড়া-৬
ফুটবল-ইতালি
আবারো দর্শক প্রবেশ নিষিদ্ধ করলো ইতালি
রোম, ২৭ অক্টোবর ২০২০ (বাসস) : আবারো দর্শকদের জন্য স্টেডিয়ামের দরজা বন্ধ করে দিতে বাধ্য হলো ইতালি। নতুন করে করোনার প্রবাহ বেড়ে যাওয়ায় ইতালি জুড়ে বিভিন্ন স্টেডিয়ামে হাজারখানেক দর্শকের প্রবেশের যে অনমুতি ছিল তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে দেশটির সরকার।
বর্তমানে সারা ইউরোপ জুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় প্রবাহ চলছে যা প্রথম প্রবাহকে ছাড়িয়ে ভয়াবহ রুপ ধারণ করেছে। তারই ধারাবাহিকতায় গত দু’দিনে ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।
গত মৌসুমে দর্শকবিহীন স্টেডিয়ামে সিরি-এ লিগ শেষ করা হয়েছিল। এরপর গত মাসে প্রতি স্টেডিয়ামে সর্বোচ্চ এক হাজার দর্শকের অনুমতি দেয় ইতালিয়ান সরকার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবারো সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো ইতালি।
বাসস/নীহা/১১১০/স্বব