বাসস ক্রীড়া-৪ : এসি মিলানের দুই খেলোয়াড় করোনা পজিটিভ

119

বাসস ক্রীড়া-৪
ফুটবল-করোনা
এসি মিলানের দুই খেলোয়াড় করোনা পজিটিভ
মিলান, ২৭ অক্টোবর ২০২০ (বাসস) : বৃহস্পতিবার সেল্টিকের বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। ৩-১ গোলে জয়ের ম্যাচটির পর মিলানের দুই খেলোয়াড়ের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। কোভিড আক্রান্ত দুই খেলোয়াড় হলেন গোলক্ষক গিয়ানলুইগি ডোনারুমা ও উইঙ্গার জেনস পিটান হগ।
এদের মধ্যে সেল্টিক পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন ডোনারুমা। তবে উইঙ্গার হগ বদলী খেলোয়াড় হিসেবে ৮০ মিনিটে মাঠে নেমে স্টপেজ টাইমে তৃতীয় গোলটি করেছেন।
ইতালিয়ান ক্লাব সূত্র জানিয়েছে দুই খেলোয়াড় ছাড়াও তিনজন স্টাফ করোনা পজিটিভ হওয়ায় তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে। মিলান আরো জানিয়েছে রোববার সন্ধ্যায় করোনা পরীক্ষার পর এই কেসগুলো ধরা পড়েছে। তবে পরদিন আবারো কিছু পরীক্ষা করা হলেও সেখানে সকল ফলাফলই নেগেটিভ এসেছে। যাদের দেহে করোনার সংক্রমন ধরা পড়েছে তাদের কারোরই কোন উপস্বর্গ দেখা দেয়নি। তাদেরকে সাথে সাথে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের গ্রুপ-এইচ’র পরবর্তী ম্যাচে স্পার্তা প্রাগকে আতিথ্য দিবে মিলান। অন্যদিকে লিলি সফরে যাবে সেল্টিক। আন্তর্জাতিক বিরতিতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় সেল্টিকও তাদের অনুর্ধ্ব-২১ ফরাসি স্ট্রাইকার ওডসনে এডুয়ার্ড ও ইসরাইলের দুই ডিফেন্ডার হাতেম ইলহামেদ ও নির বিটনকে আগামী তিন ম্যাচে পাচ্ছেনা।
বাসস/নীহা/১১০৫/স্বব