নিষিদ্ধ সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর এক সদস্য গ্রেফতার

804

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২০ (বাসস) : র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব)-৪ এর একটি দল রাজধানীর মধুবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর এক সদস্যকে গ্রেফতার করেছে।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত এই সদস্যের নাম মো: মিজানুর রহমান মিজান (৩০)। তার কাছ থেকে আনসার আল ইসলামের বর্তমান কার্যক্রম সম্পর্কে অনেক গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মিজানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, রোববার র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে ‘আনসার আল ইসলাম’-এর এই সদস্যকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান ‘আনসার আল ইসলাম’এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে এবং তার কাছ থেকে সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদ সম্পর্কিত বই, ল্যাপটপ, সিপিইউ, পেনড্রাইভ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেফতারকৃত আসামী তিন বছর যাবত ‘আনসার আল ইসলাম’ এর সাথে জড়িত এবং নিয়মিতভাবেই তার সহচরদের সাথে গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামী এরআগেও আইন শৃংঙখলা রক্ষাকারী বাহিনীর কাছে আনসার আল ইসলামের সাথে জড়িত থাকার অবিযোগে গ্রেফতার হয়েছিল।