বাসস ক্রীড়া-৮ : ১৭ বছর বয়সে না ফেরার দেশে উইস্টেন

110

বাসস ক্রীড়া-৮
ফুটবল-জেরেমি উইস্টেন
১৭ বছর বয়সে না ফেরার দেশে উইস্টেন
লন্ডন, ২৬ অক্টোবর, ২০২০ (বাসস) : মাত্র ১৭ বছর বয়সে মারা গেলেন ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির একাডেমির সাবেক খেলোয়াড় জেরেমি উইস্টেন। এক বিবৃতিতে উইস্টেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ম্যান সিটি।
উইস্টেনের কিভাবে মৃত্যু হলো, সে বিষয়ে কিছুই বলতে পারেনি ম্যান সিটি। তার মৃত্যুতে শোক জানিয়েছে ম্যান সিটি। ক্লাবের পক্ষ থেকে দেয়া বার্তায় বলায়, ‘ক্লাবের সাবেক একাডেমির ফুটবলার উইস্টেনের হঠাৎ মৃৃত্যুতে ম্যান সিটি পরিবার ভীষণভাবে মর্মাহত। আমরা তার পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই কঠিন সময়ে তোমার কথা আমাদের মনে থাকবে উইস্টেন। তোমার সাথে আমাদের অনেক স্মৃতি রয়েছে।’
ম্যান সিটির তারকা ফুটবলার রাহিম স্টার্লিং, টমি ডোয়েল, আয়মেরিক লাপোর্তেসহ আরও অনেকে শোকবার্তা দিয়েছেন।
আফ্রিকা মহাদেশের মালাউইতে জন্ম গ্রহণ করা উইস্টেন ২০১৬ সালে ম্যান সিটির এলিট স্কোয়াডে অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেন। তবে যুক্তরাজ্যে বেড়ে উঠেন ফুটবলার হবার স্বপ্ন নিয়ে।
বাসস/এএমটি/১৬১৫/স্বব