বাসস ক্রীড়া-১ : রানের পাহাড় গড়েও স্টোকসের কাছে হারলো মুম্বাই

123

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-আইপিএল
রানের পাহাড় গড়েও স্টোকসের কাছে হারলো মুম্বাই
আবু ধাবি, ২৬ অক্টোবর ২০২০ (বাসস) : ১৯৫ রানের পাহাড় গড়েও রাজস্থান রয়্যালসের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের সেঞ্চুরির কাছে হারলো মুম্বাই ইন্ডিয়ান্স। স্টোকসের অপরাজিত ১০৭ রানের সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের ৪৫তম ম্যাচে রাজস্থান ৮ উইকেটে হারিয়েছে মুম্বাইকে।
গতরাতে আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মুম্বাই। মুম্বাইয়ের উপরের সারির ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে ১৩তম ওভার শেষে ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ঝড় তুলেন মুম্বাইয়ে হার্ডিক পান্ডিয়া।
১৯তম ওভার শেষে পান্ডিয়ার রান ছিলো ১৬ বলে ৩৪। শেষ ওভারে ২৬ রান নেন পান্ডিয়া। ৩টি ছক্কা ও ২টি চার মারেন তিনি। বোলার ছিলেন পেসার কার্তিক তিয়াগি। শেষ পর্যন্ত ২১ বলে ২টি চার ও ৭টি ছক্কায় অপরাজিত ৬০ রান করেন পান্ডিয়া। যার সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রানের বড় সংগ্রহ পায় মুম্বাই।
জয়ের জন্য ১৯৬ রানের লক্ষ্যে ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারায় রাজস্থান। তখন রান ছিলো ৪৪। শুরুতে ধাক্কা খেলেও, মুম্বাই বোলারদের উপর ঝড় বইয়েছেন ওপেনার স্টোকস ও সঞ্জু স্যামসন। ৮২ বলে অবিচ্ছিন্ন ১৫২ রানের জুটি গড়ে রাজস্থানকে দারুন এক জয়ের স্বাদ দেন তারা। ১৪টি চার ও ৩টি ছক্কায় ৬০ বলে নিজের ইনিংসটি সাজান স্টোকস। ৫৯ বলে আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাচ সেরা স্টোকস। ৪টি চার ও ৩টি ছক্কায় ৩১ বলে অপরাজিত ৫৪ রান করেন স্যামসন।
এই জয়ে প্লে-অফের আশা টিকে রইলো রাজস্থানের। ১২ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রাজস্থান। ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে মুম্বাই। সমান ১৪ করে পয়েন্ট আছে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরও।
বাসস/এএমটি/১৪১৫/স্বব