দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রওশন এরশাদ

212

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২০(বাসস) : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। বাঙালির রয়েছে হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা। এই চেতনাকে ধারণ করে সবার সুখ- শান্তি কামনায় এবং সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধর্মাবলম্বীরা উপচার ও অনুষ্ঠানের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা পালন করে ।
সমাজে অন্যায়,অবিচার,অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায় এ পূজা করে থাকে উল্লেখ কওে তিনি আরও বলেন,এবারের পূজা একটু ভিন্নভাবে পালিত হচ্ছে।করোনা ভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নির্দেশনা মেনে এবং নিজে সুস্থ থাকা এবং সবাইকে সুস্হ রাখতে সামাজিক দূরত্ব বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।