বাসস ক্রীড়া-১৪ : নতুন ভূমিকায় বাট

124

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-বাট
নতুন ভূমিকায় বাট
করাচি, ২৫ অক্টোবর, ২০২০ (বাসস) : ২০১০ সালে লর্ডস টেস্টে ম্যাচ ফিক্সিংয়ের কারনে পাঁচ বছর সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। ২০১৫ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও, জাতীয় দলে আর ফেরা হয়নি তার। তবে ঘরোয়া ক্রিকেটে খেলছিলেন তিনি। কিন্তু তাতে জাতীয় দলের দরজা খোলার কোন সম্ভাবনা না থাকায় এবার ধারাভাষ্যকার হিসেবে পথচলা শুরু করছেন বাট।
পাকিস্তানের ঘরোয়া আসর কায়েদ-এ-আজম ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাট। ঐ টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক এই অধিনায়ক।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বাট বলেন, ‘আমি নাদিম খানের (পিসিবির এইচপি পরিচালক) সাথে ক্যারিয়ার নিয়ে আলোচনা করেছি এবং তিনি আমাকে দারুণ উপদেশ দিয়েছেন। তাই আমি কায়েদ-এ-আজম ট্রফিতে না খেলার সিদ্বান্ত নিয়েছি। তবে টুর্নামেন্টের সাথেই থাকবো। ধারাভাষ্যকার হিসেবে কাজ করবো।’
পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন নেই বলে নিজেই মনে করেন বাট। তিনি বলেন. ‘আমি বুঝতে পারছি জাতীয় দলের হয়ে আমার আর কোন ভবিষ্যত নেই। নিষেধাজ্ঞার পর ক্রিকেটে ফিরে রান করেছি আমি। পুনরায় জাতীয় দলে খেলতেই ঘরোয়া ক্রিকেটে নিজেকে উজার করে দিয়েছিলাম। কিন্তু কোন কিছুতেই কাজ হলো না।’
তিনি আরও বলেন, ‘এ বছর আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, আমি কী করছি? আমি যদি আরেকটি মৌসুম খেলি, সেটার উদ্দেশ্য কী হবে? এ বিষয়ে আমি গভীরভাবে চিন্তা করেছি এবং বুঝতে পেরেছি নির্বাচকরা আমাকে নিয়ে ভাবছে না। তাই আমার এমন কিছু করা উচিত, যাতে আমি ক্রিকেটের সাথে জড়িত থাকতে পারি।’
ক্রিকেট থেকে দূরে থাকা সম্ভব নয় জানিয়ে বাট বলেন, ‘ক্রিকেট থেকে দূরে থাকা সহজ নয়। তবে এটিও ঠিক, আজীবন ক্রিকেট খেলে যেতে পারবো না। সবকিছুতেই একটা সময় আসে, যখন আপনার ইতি টানতে হয় এবং নতুন কাউকে জায়গাটা দিতে হয়।’
আগামী ২০ নভেম্বর থেকে শুরু কায়েদ-এ-আজম ট্রফির চতুর্থ রাউন্ড। ঐ পর্ব থেকে জীবনের নতুন ক্যারিয়ার শুরু করবেন ৩৬ বছর বয়সী বাট।
বাসস/এএমটি/২০১০/স্বব