বাসস দেশ-২০ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল বৃদ্ধির সুপারিশ

153

বাসস দেশ-২০
কমিটি- স্বরাষ্ট্র
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল বৃদ্ধির সুপারিশ
ঢাকা, ৫ আগস্ট ২০১৮ (বাসস) : স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় চলমান মাদক বিরোধী অভিযান কার্যক্রম আরো জোরদার করতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
সভায় কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. মোজাম্মেল হোসেন , মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী অংশগ্রহণ করেন। কমিটি বিদেশের ১৫টি মিশনের পাসপোর্ট ভিসা উইং থেকে অর্জিত অর্থেও হিসাব প্রতিবেদন প্রতিমাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়ার সুপারিশ করে।
সভায় র‌্যাবের শূণ্যপদে দ্রুত জনবল পদায়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
সভায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। জননিরাপত্তা বিভাগের সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, মহা-পুলিশ পরিদর্শক, কোস্টগার্ডের মহাপরিচালক, আনসার ও ভিডিপির মহাপরিচালক, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৮৪৬/-কেজিএ