বাসস দেশ-১৩ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু

102

বাসস দেশ-১৩
করোনাভাইরাস-আপডেট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু
ঢাকা, ২৫ অক্টোবর, ২০২০ (বাসস) : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ আরও ২৩ জন মারা গেছেন এবং নতুন করে ১,৩০৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় ১,৫৪৪ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মোট সুস্থ ৩ লাখ ১৫ হাজার ১০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘গত ২৪ ঘন্টায় আরও ২৩ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি মারা গেছে। করোনাভাইরাসে এ পর্যন্ত মোট মৃত্যের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৮০৩ জনে দাঁড়াল।’
এতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৩০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জনে।
একই সময়ে সারাদেশে সরকার অনুমোদিত ১১১টি ল্যাবরেটরিতে ১১ হাজার ১০৩ টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ এবং মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর দেখা গেছে, মোট আক্রান্তদের মধ্যে ৭৯ দশমিক ০১ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং ১ দশমিক ৪৬ শতাংশ রোগী মারা গেছেন।
বাসস/অনুবাদ/এমএএস/১৭১৫/-এএএ