বাসস দেশ-৪ : জাপানে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়

92

বাসস দেশ-৪
জাপান – রাষ্ট্রদূত
জাপানে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়
ঢাকা , ২৫ অক্টোবর , ২০২০ (বাসস) : জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেছেন, প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণ নিবেদিত হয়ে কাজ করবেন।
আজ এখানে এক তথ্যবিবরনীতে বলা হয় , তিনি আজ সকালে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেমিটেন্স যোদ্ধাদের সার্বিক কল্যাণ সাধনে তাকে নিয়োগ দিয়েছেন। মেধা ও শ্রম দিয়ে তাঁর এ বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন তিন্।ি এসময় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।
প্রবাসীরা রাষ্ট্রদূতকে জাপানে স্বাগত জানান এবং দেশের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারির সময়ে স্বাস্থ্যবিধি মেনে দূতাবাস মুজিববর্ষের অনুষ্ঠান আয়োজন করেছে। এসময় তিনি প্রবাসীদের দূতাবাসে সদ্য উন্মুক্ত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের আহ্বান জানান।
পরে রাষ্ট্রদূত টোকিওস্থ আকাবানে কিতা কুমিন সেন্টারে হিন্দু ধর্মানুসারী প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত দুর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি তাদের সাথে কুশল বিনিময় ও তাদেরকে দুর্গা পূজার শুভেচ্ছা জানান।
বাসস/সবি/কেসি/১৪০০/অমি