বাসস দেশ-১৯ : সিলেটে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে চারজনের মৃত্যুদন্ড

129

বাসস দেশ-১৯
হত্যা মামলা-মৃত্যুদন্ড
সিলেটে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে চারজনের মৃত্যুদন্ড
সিলেট, ৫ আগস্ট, ২০১৮ (বাসস) : জেলার কানাইঘাটে ১২বছরের এক শিশুকে ধর্ষণ, হত্যা ও লাশ গুমের দায়ে চারজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
আজ রোববার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম জুলফিকার এ রায় ঘোষণা করেন।
পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, কানাইঘাট উপজেলার এরালিগুল গ্রামের আবুল উদ্দিন, বাবুল উদ্দিন, রাসেল আহমেদ ও সাদিক উদ্দিন।
রায়ে আসামীদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ধর্ষণের পর লাশ গুমের অপরাধে প্রত্যেককে সাত বছর সশ্রম কারাদন্ড ও দশহাজার টাকা জারিমানা করা হয়।
২০১৬ সালের ২৫মে আসামীরা শিশুটিকে একা পেয়ে গণধর্ষণ করে। পরে তারা শিশুটিকে হত্যা করে তার মৃতদেহ গুম করার উদ্দেশে মাটি চাপা দেয়।
ঘটনার পরদিন স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যানসহ পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ভিকটিমের ভাই একলিম উদ্দিন বাদি হয়ে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অভিযোগ গঠন, শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮১৯/কেজিএ