পেস বোলিং গ্রুপ তৈরি হওয়ায় আনন্দিত রুবেল

355

ঢাকা, ২৪ অক্টোবর ২০২০ (বাসস) : দলে জায়গা পেতে পেস বোলারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হওয়ায়, একটি ভালো পেস বোলিং গ্রুপ তৈরি হয়েছে। যা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো ফলাফল বয়ে আনবে বলে মনে করেন পেসার রুবেল হোসেন।
রুবেল জানান, এই প্রতিদ্বন্দ্বিতাটা ব্যক্তিগতভাবে উপভোগ করছেন। কারণ উন্নতি করতে এটি তাকে অনুপ্রাণিত করছে।
আজ রুবেল বলেন, ‘আমি আমার বোলিংএ সন্তুষ্ট। কারণ আমার ও দলের পরিকল্পনা অনুসারে আমি যেভাবে বোলিং করতে চাইছি, আমি মনে করি আমি সেভাবে বোলিং করছি বিশেষভাবে নতুন বলে। আমার মনে হয় সবকিছুই ঠিক আছে। তাই আলহামদুলিল্লাহ আমি খুব খুশি।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটি খুবই ভালো লক্ষণ। কারন প্রত্যেক পেস বোলার, সকল ক্রিকেটার করোনার মধ্যে নিজেকে নিয়ে কাজ করেছে। আমি মনে করি, পেস বোলাররা এখন ভালো ফল পাচ্ছেন।’
রুবেল আরও বলেন, ‘প্রতিযোগিতা হওয়া ভালো। এটি বাংলাদেশ দলের পক্ষে খুব ভাল। কারণ যদি প্রতিদ্বন্দিতা থাকে তবে একজন পেসার প্রতিদিনই আরও ভাল করার চেষ্টা করবেন এবং তারপর তার পারফরম্যান্স এবং সবকিছু ভিন্ন ধরনের হবে। আমিও এটি অনেক উপভোগ করি, প্রতিদ্বন্দিতা পছন্দ করি।’
বিসিবি প্রেসিডেন্টস কাপ আয়োজন করায় বিসিবিকে ধন্যবাদ দিয়েছেন রুবেল। তিনি জানান, ক্রিকেটাররা নিজেদের পরীক্ষা করার এবং আরও ভাল পারফর্ম করার জন্য প্লাটফর্ম পেয়েছে।
রুবেল বলেন, ‘করোনার সময় আমরা অপেক্ষায় ছিলাম, আমরা কখন মাঠে নামবো। এক্ষেত্রে বিসিবি খুব ভাল উদ্যোগ নিয়েছে। আমি মনে করি, এই টুর্নামেন্টটি আমাদের ক্রিকেটারদের মধ্যে প্রতিদ্বন্দিতার মানসিকতা তৈরি করবে।’
তিনি আরও বলেন, ‘সকলেই ক্রিকেট খেলতে এসেছে, প্রত্যেকেই পারফর্ম করছে। বিশেষভাবে, পেস বোলাররা খুব ভাল করছে। কিছু ব্যাটসম্যান খুব ভাল ব্যাট করছে। এটি আমার কাছে খুব ইতিবাচক দিক বলে মনে হচ্ছে। কারণ সামনে অনেক আন্তর্জাতিক ম্যাচ আছে। এখান থেকে আমরা ভাল ফর্মে ফিরতে পারবো। তাই আমি মনে করি, এটি খুব ভাল হচ্ছে।’
প্রতিটি ম্যাচেই ব্যাটসম্যানদের উপর পেসারদের আধিপত্য বিস্তার করাটা রুবেলকে খুশী করছে।
তিনি বলেন, ‘সব মিলিয়ে এই টুর্নামেন্টে পেসাররা আধিপত্য বিস্তার করেছে। আপনি দেখবেন, প্রতি ম্যাচেই বোলাররা ভালো বল করেছে। আমি মনে করি, পুরো টুর্নামেন্ট জুড়েই পেসাররা ভালো বল করেছে এবং ব্যাটসম্যানরা অনেক দিন পর মাঠে এসেছিল। আমি মনে করি, তারা খুব শীঘ্রই নিজেদের ছন্দ খুঁেজ পাবেন। কিছু ব্যাটসম্যান আছেন যারা অভিজ্ঞ, যেমন মুশফিক ভাই ও আরও অনেকে ভালো করছেন। একই সাথে রিয়াদ ভাইও ভাল খেলছেন। অনেকে আছেন যারা ভালো ব্যাটিং করছেন। আমি মনে করি, ব্যাটসম্যানদের ফর্ম ভালো হয়ে যাবে।’
বিসিবি প্রেসিডেন্টস কাপে মাহমুদুল্লাহ একাদশের হয়ে খেলছেন রুবেল। আগামীকাল ফাইনালে নাজমুল একাদশের বিপক্ষে ভালো ম্যাচ হবে বলে মনে করেন রুবেল।
তিনি বলেন, ‘এটি আসলে ফাইনাল ম্যাচ। যে ম্যাচই হোক, ফাইনাল মানে ফাইনালই। ফাইনাল নিয়ে আমরা চিন্তিত নই। কারন আমরা আগে অনেক ফাইনাল ম্যাচ খেলেছি। আগের ম্যাচের মতোই আমাদের প্রস্তুতি। আমরা যদি সবার কাজটি বুঝতে পারি এবং পারফরমেন্স প্রদর্শন করতে পারি, তবে ভালো ফল আসবে।’