বাসস ক্রীড়া-১৭ : দিল্লিকে উড়িয়ে দিলো কলকাতা

217

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-আইপিএল
দিল্লিকে উড়িয়ে দিলো কলকাতা
আবু ধাবি, ২৪ অক্টোবর ২০২০ (বাসস) : নীতিশ রানা-ওয়েস্ট ইন্ডিজের সুনলী নারাইন-বরুন চক্রবর্তীর পারফরমেন্সে দিলি ক্যাপিটালসকে উড়িয়ে দিলো শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরে দিনের প্রথম ও টুর্নামেন্টের ৪২তম ম্যাচে কলকাতা ৫৯ রানে হারিয়েছে দিল্লিকে।
আবু ধাবিতে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় দিল্লি। ব্যাট হাতে নেমে ৪২ রানে ৩ উইকেট হারায় কলকাতা। এরপর দলের হাল ধরেন রানা ও নারাইন। চতুর্থ উইকেটে ঝড়ো গতিতে ৫৬ বলে ১১৫ রানের জুটি গড়েন তারা। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় কলকাতা।
১৩টি চার ও ১টি ছক্কায় ৫৩ বলে ৮১ রান করেন রানা। ৬টি চার ও ৪টি ছক্কায় ৩২ বলে ৬৪ রান করেন নারাইন।
১৯৫ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স ও স্পিনার চক্রবর্তীর স্পিন বিষে তছনছ হয়ে যায় দিল্লির ব্যাটিং লাইন-আপ। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান করে দিল্লি। চক্রবর্তী ৪ ওভারে ২০ রানে ৫ উইকেট নেন। এই প্রথম টি-টুয়েন্টি ক্রিকেটে পাঁচ উইকেট নিলেন তিনি। কামিন্স নেন ৩ উইকেট। ম্যাচ সেরা হন চক্রবর্তী।
এই জয়ে ১১ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাকলো কলকাতা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে দিল্লি।
বাসস/এএমটি/২০৫০/স্বব