বাজিস-৬ : নীলফামারীতে দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

191

বাজিস-৬
নীলফামারী-
নীলফামারীতে দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ
নীলফামারী, ২৪ অক্টোবর, ২০২০ (বাসস) : জেলা সদরে আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিবাড়ি মন্দির কমিটির উদ্যোগে ২৫০ জন দুঃস্থ মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়ছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মন্দির চত্বরে আয়োজিত এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
মন্দির কমিটির সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্র নাথ বর্ধন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, শান্তনা চক্রবর্তী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, কালিবাড়ি মন্দিও কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা প্রমুখ।
আয়োজকরা জানান, মন্দিরের ভক্তদের আর্থিক সহযোগিতায় ১৩০ পিছ শাড়ি, ১০০ পিছ লুঙ্গি ও ২০টি থ্রি পিসসহ মোট আড়াইশ’ জন দুস্থ ব্যক্তির মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৯৫৫/এমকে