বাজিস-৫ : বগুড়ায় লাইসেন্স বিহীন ব্যবসা ও আলু মজুদ রাখার দায়ে অর্থদন্ড

229

বাজিস-৫
বগুড়া- জরিমানা
বগুড়ায় লাইসেন্স বিহীন ব্যবসা ও আলু মজুদ রাখার দায়ে অর্থদন্ড
বগুড়া, ২৪ অক্টোবর, ২০২০ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলায় আজ লাইসেন্স বিহীন ব্যবসা, সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে আলু মজুদ এবং ক্রয় রশিদ ব্যতীত ও অধিক দামে আলু বিক্রি করার দায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমান আদালত তিনটি কোল্ড স্টোরেজ ও দুই পাকারি ব্যবসায়িকে মোট আশিহাজার হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে।
আজ শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মো. নাছিম রেজা কৃষি বিপনন আইনে শিবগঞ্জ উপজেলায় বুড়িগঞ্জ এলাকায় নিউ জনতা কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা, একই উপজেলার জামুরহাটের মাণ্টিপারপাস কোল্ড স্টোরেজ কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
অন্যদিকে, ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট পাপিয়া সুলতানা শিবগঞ্জ উপজেলার জামুরহাটে একই অপরাধে মাহমুদা কোল্ডস্টোরেজকে ১০ হাজার টাকা এবং দুই পাইকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
বাসস/সংবাদদাতা/১৯৫৫/এমকে