অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের প্রতি ধৈর্য্যশীল হতে বললেন ডোমিঙ্গো

336

ঢাকা, ২৪ অক্টোবর ২০২০ (বাসস) : চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে মাঝারি মানের পারফরমেন্স করা অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের প্রতি সকলকে ধৈর্য্যশীল হতে বললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
এবারের বিসিবির প্রেসিডেন্ট কাপে তামিম, মাহমুদুল্লাহ, মুশফিকুরের সাথে খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়রা। কাছে থেকে যুবাদের পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন ডোমিঙ্গো। তৌহিদ হৃদয়, রিশাদ হোসেন এবং মাহমুদুল হাসান জয়ের পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন তিনি।
তবে ডোমিঙ্গো মনে করেন, জাতীয় দলে খেলার সুযোগ দেয়ার আগে যুবাদের সঠিকভাবে পরিচালনা করতে হবে। তরুণ ক্রিকেটারদের প্রতি আরও ধৈর্য্যশীল হবার আহ্বানও জানান তিনি।
ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘আমি মনে করি, অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের উন্নতির জন্য আরও সময় দেয়া সত্যিই গুরুত্বপূর্ণ। আপনি যা করতে চাইবেন না তাহলো- একজন তরুণ খেলোয়াড়, বিশেষভাবে ব্যাটসম্যানকে খুব শীঘ্রই বাছাই করা। তবে তার কয়েকটি ব্যর্থতায়, তাকে দুই বা তিন বছরের জন্য বাদ দেন এবং তাকে ভুলে যান।’
কয়েক মাস আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করায় তাদের প্রতি প্রত্যাশা বেশি। কিছু তরুণ খেলোয়াড়, বিসিবির প্রেসিডেন্ট কাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করা অধিনায়ক আকবর আলির মতো কিছু খেলোয়াড় অনেককে হতাশ করেছে।
তিনি বলেন, ‘একটা বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে তা হলো-আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের জন্য প্রস্তুত হলেই খেলোয়াড়দের তখন নির্বাচন করতে হবে। জাতীয় দলে প্রবেশ করা পথটা অবশ্যই শক্ত হতে হবে। হঠাৎ করেই জাতীয় পর্যায়ে খেলতেই কাউকে বাছাই করতে পারবেন না। তাকে ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের পারফরম্যান্স করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, তার প্রশিক্ষণ এবং ফিটনেসে শতভাগ সঠিক। যেভাবে সে তার জীবনকে নেতৃত্ব দেয় এবং দলের সংস্কৃতিতে সে ফিট হতে পারবে।’
ডোমিঙ্গো আরও স্পষ্ট করে দিয়েছেন, অনূর্ধ্ব-১৯ দল এবং জাতীয় দলের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তাই তরুণ খেলোয়াড়দের ভালোভাবে পরিচালনা করা উচিত।
ডোমিঙ্গো বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারের ব্যতিক্রমী প্রতিভা না থাকার পরও দলে সুযোগ পায়, তবে অনূর্ধ্ব-১৯ ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে বড় পার্থক্য রয়েছে।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ দলের বোলারকে খেলা মানেই লর্ডসে জোফরা আর্চার বা ওয়াকাতে মিচেল স্টার্ককে খেলতে প্রস্তুত করে না। এটি একটি বড় পদক্ষেপ। আপনাকে এই খেলোয়াড়দের নিয়ে ধৈর্য্য ধরতে হবে। তাদের উন্নতির জন্য সঠিক সুযোগ দিতে হবে।’