পটুয়াখালীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের মৃতদেহ উদ্ধার

253

পটুয়াখালী, ২৪ অক্টোবর,২০২০ (বাসস) : পটুয়াখালীর রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ৫জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার দুইদিন পর আজ শনিবার সকালে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ কোষ্টগার্ডের সহায়তায় উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রাঙ্গাবালী থানা পুলিশের কনস্টেবল মহ্বিুল্লাহ (৪৫), কৃষি ব্যাংক রাঙ্গাবালীর বাহেরচর শাখার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রহমান (৩৫), এনজিও আশার রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার হুমায়ুন কবির (৩০), গলাচিপার আমখোলার হাসান (৩৫) ও বাউফলের কনকদিয়া এলাকার ইমরান (৩৪)।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাঙ্গাবালীর কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টির উদ্দেশে ১৮জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ছেড়ে যায়। পরে মাঝ নদীতে ঢেউয়ের তোরে স্পীডবোটটির তলা ফেটে ডুবে যায়। এতে চালকসহ ১৩ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ৫জন নিখোঁজ হয়।