ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে অধ্যাপক আরেফিন সিদ্দিকের শোক

364

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২০ (বাসস) : সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
আজ এক শোকবার্তায় তিনি বলেন, রফিক-উল হকের মৃত্যু শুধু আইনের অঙ্গনেই নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রেও শূন্যতা তৈরি করেছে এবং এই শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, অ্যাটর্নি জেনারেল থাকাকালে রফিক-উল হক কোনও সরকারী সুযোগ-সুবিধা না নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে রফিক-উল হক বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আইনী সহায়তা দিয়েছিলেন তা জাতি সর্বদা স্মরণ করবে।
অধ্যাপক আরেফিন সিদ্দিক শোক বার্তায় রফিক-উল হকের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাবেক অ্যাটর্নি জেনারেল ৮৫ বছর বয়সে আজ সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।