বাসস দেশ-৩১ : দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী

94

বাসস দেশ-৩১
শিক্ষামন্ত্রী-
দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী
চাঁদপুর ২৪ অক্টোবর ২০২০(বাসস):শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, দেশে প্রবাহমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আজ চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।
শিক্ষামন্ত্রী বলেন,জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো নিজ এলাকার জনসাধারণের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে এগিয়ে আসা। দেশ ও মানুষের কল্যাণে সেবা-ই তাদের মূলমন্ত্র হওয়া উচিৎ।
মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন,নির্বাচনের পূর্বে নব-নির্বাচিত পৌর পরিষদ সাধারণ জনগণের জন্য যে ইশতেহার দিয়েছেন,তা বাস্তবায়নে মাঠপর্যায়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।
নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলাপ্রশাসক মো. মাজেদুর রহমান খান।
বাসস/সংবাদদাতা/এসএস/১৮১০/স্বব