বাসস দেশ-২৬ : সাবেক এটর্নি জেনারেল ব্যারিস্টার রফি উল হকের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

100

বাসস দেশ-২৬
ডেপুটি স্পিকার- শোক
সাবেক এটর্নি জেনারেল ব্যারিস্টার রফি উল হকের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক
ঢাকা, ২৪ অক্টোবর ২০২০(বাসস) : সাবেক এটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া।
এক শোকবার্তায় ডেপুটি স্পিকার বলেন, রফিকুল হকের মৃত্যুতে দেশ ও জাতি একজন প্রাজ্ঞ আইনজ্ঞকে হারালো। তার মৃত্যু জাতির জন্য এক অপুরণীয় ক্ষতি।তিনি তার জীবদ্দশায় দেশও জাতির কল্যানে নিরলস সেবা দিয়ে গেছেন।
ডেপুটি স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরত কামনা করেন এবং তার শোকন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাসস/সবি/এমআর/১৭৪৫/-অমি