বাসস দেশ-২৪ : সমুদ্রবন্দর থেকে নামছে তিন নম্বর সতর্কতা সংকেত

106

বাসস দেশ-২৪
আবহাওয়া-নিম্নচাপ
সমুদ্রবন্দর থেকে নামছে তিন নম্বর সতর্কতা সংকেত
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২০ (বাসস) : আবহাওয়া অধিদফতর দেশের সব সমুদ্রবন্দর থেকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে।
অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিকেলে বলা হয়, স্থল নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তর পশ্চিম অংশ থেকে সরে গিয়েছে।
বাংলাদেশের সব উপকূলীয় এলাকা ,উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বাসস/সবি/এসএস/১৭১৫/-এমএন