বাজিস-৪ : নাটোরে প্রতিবন্ধী ভ্যানচালক হত্যার দায়ে গ্রেফতার-২

104

বাজিস-৪
নাটোর-গ্রেফতার
নাটোরে প্রতিবন্ধী ভ্যানচালক হত্যার দায়ে গ্রেফতার-২
নাটোর, ২৪ অক্টোবর, ২০২০ (বাসস) : জেলায় প্রতিবন্ধী ভ্যানচালক বিদ্যুৎ হত্যার দায়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার ভোর রাতে তাদের নিজবাড়ি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে ছিনতাইকৃত ভ্যানটি নাটোর সদর উপজেলার গোকুল নগর এলাকার ভ্যান মেরামতের এক দোকান থেকে উদ্ধার করা হয়।
আটক রিপন হোসেন (২৫) সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামের আক্কাস আলীর ছেলে এবং দুলাল প্রামানিক (২৯) একই এলাকার শুকুর প্রামাণিকের ছেলে।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি আরো জানান, হত্যাকান্ডে অভিযুক্ত মামুন নামে আরও একজন পলাতক রয়েছে। তাকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার জানান, সিংড়া উপজেলার ভ্যানচালক নির্মল কুমার সরকারের ছেলে বিদ্যুৎ ভাড়া খাটার উদ্দেশ্যে গত ২০ অক্টোবর বিকেল চারটার দিকে ভ্যান নিয়ে বের হয়। এরপর সন্ধ্যা সাতটার দিকে রিপন,দুলাল ও মামুন নামে অভিযুক্ত তিন ছিনতাইকারী পারস্পরিক যোগসাজশে ভ্যান ছিনতাই করার জন্যে হাতিয়ান্দহ বাজার থেকে মটগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ভ্যানটি ভাড়া করে। পথিমধ্যে নওফেল উদ্দিনের ধানক্ষেতের পাশে নির্জন স্থানে পৌঁছলে ভ্যান চালক বিদ্যুতের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারা ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
বাসস/সংবাদদাতা/১৪০০/নূসী