বাসস ক্রীড়া-৪ : ইউরোপীয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ড্র ৭ ডিসেম্বর

132

বাসস ক্রীড়া-৪
ফুটবল-বিশ্বকাপ
ইউরোপীয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ড্র ৭ ডিসেম্বর
প্যারিস, ২৪ অক্টোবর ২০২০ (বাসস) : ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে ইউরোপীয়ান বাছাইপর্বের গ্রুপ পর্বের ড্র আগামী ৭ ডিসেম্বর জুরিখে ফিফার সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা এই ঘোষনা দিয়েছে।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘কোভিড-১৯ পরিস্থিতির কারনে পুরো অনুষ্ঠানটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে যেখানে ৫৫টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন।’
স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ড্র অনুষ্ঠান শুরু হবে যা সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া হবে।
২৬ নভেম্বর প্রকাশিতব্য ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করেই ড্রয়ের সিডিং চূড়ান্ত হবে। স্বাভাবিক ভাবেই শীর্ষ র‌্যাঙ্কিং দেশগুলোকে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে শীর্ষ ১০’এর বাইরে রয়েছে ডেনমার্ক, সুইজারল্যান্ড ও পোল্যান্ড।
বিশ^কাপের বাছাইপর্বে সর্বমোট ৫৫টি ইউরোপীয়ান দেশ অংশ নেয়। এর মধ্যে পাঁচটি গ্রুপে থাকে ছয়টি করে দল। বাকি পাঁচটি গ্রুপের থাকে পাঁচটি করে দল। ১০টি গ্রুপের শীর্ষ ১০টি দল সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। সাথে আরো তিনটি দেশ প্লে-অফ থেকে সুযোগ পায়।
২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ^কাপে ইউরোপের ১৩টি দেশ অংশ নেবে।
ইতোমধ্যেই আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ম্যাচ শুরু হয়ে গেছে।
বাসস/নীহা/১১১০/স্বব