বাসস ক্রীড়া-৩ : বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দলে ফিরলেন জেসুস ও এ্যালিসন

122

বাসস ক্রীড়া-৩
ফুটবল-বিশ্বকাপ
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দলে ফিরলেন জেসুস ও এ্যালিসন
সাও পাওলো, ২৪ অক্টোবর ২০২০ (বাসস) : নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস ও গোলরক্ষক এ্যালিসন। দুজনেই ইনজুরিতে ভুগছিলেন।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ১৩ নভেম্বর সাও পাওলোতে ভেনেজুয়েলা ও চারদিন পর মন্টেভিডিওতে উরুগুয়ের মুখোমুখি হবে।
সেপ্টেম্বরে থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হওয়ায় ম্যানচেস্টার সিটির হয়েও নতুন মৌসুমে খুব একটা খেলতে পারেননি জেসুস। অন্যদিকে অনুশীলনে ঘাঁড়ে আঘাত পাওয়া এ্যালিসনও লিভারপুল দলের বাইরে রয়েছেন।
আসন্ন দুটি ম্যাচের জন্য নেইমার, রবার্তো ফিরমিনো ও ফিলিপ কুটিনহো তাদের জায়গা ধরে রেখেছেন। ব্রাজিলিয়ান কোচ তিতে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ভিনসিয়াস জুনিয়রকেও দলে রেখেছেন।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন আরো জানিয়েছে আর্জেন্টিনার বিপক্ষে বিশ^কাপ বাছাইপর্বের ‘সুপারক্লাসিকো’ ম্যাচটি আগামী ৩০ মার্চ রেসিফের এরেনা পারনামবুকোতে অনুষ্ঠিত হবে। অক্টোবরে বিশ^কাপ বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা নিজ নিজ ম্যাচে জয়ী হয়েছে।
বাসস/নীহা/১১১০/স্বব