বাসস ক্রীড়া-২ : বার্সার বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে চায় জুভেন্টাস

137

বাসস ক্রীড়া-২
ফুটবল-প্রিভিউ
বার্সার বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে চায় জুভেন্টাস
তুরিন, ২৪ অক্টোবর ২০২০ (বাসস) : আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বার্সেলেনোর বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে জুভেন্টাস। কিন্তু তার আগে সিরি-এ লিগে ঘরের মাঠে রোববার হেলাস ভেরোনার মোকাবেলা করবে ইতালিয়ান জায়ান্টরা। আর এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষে থাকা এসি মিলানের সাথে পার্থক্য কমাতে চায় জুভেন্টাস।
জøাটান ইব্রাহিমোভিচের এসি মিলানের সিরি-এ লিগে পরবর্তী প্রতিপক্ষ রোমা। চার ম্যাচে একমাত্র দল হিসেবে শতভাগ জয় নিয়ে পূর্ণ ১২ পয়েন্টসহ টেবিলের শীর্ষে অবস্থান করছেন এসি মিলান।
অন্যদিকে পরপর দুই ম্যাচে ড্র করে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আন্দ্রে পিরলোর দল নবাগত ক্রোটনের সাথে ১-১ গোলে ড্র করার আগে রোমার সাথে ২-২ গোলে ড্র করেছিল। তার উপর দুই ম্যাচেই তাদের দুটি লাল কার্ডের তিক্ত স্বাদ পেতে হয়েছে। নয়বারের চ্যাম্পিয়নরা বর্তমানে স্টিফানো পিওলির মিলানের থেকে চার পয়েন্ট পিছিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।
পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো চলতি সপ্তাহে দ্বিতীয়বার করোনা পজিটিভ হওয়ায় রোববারের ম্যাচে খেলতে পারছেন না বলেই ধারনা করা হচ্ছে। ডায়নাভো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচের তাকে ছাড়াও জুভেন্টাস ২-০ গোলে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে। এখনো পর্যন্ত ধারনা করা হচ্ছে ভেরোনার বিপক্ষে ম্যাচ ছাড়াও আগামী ২৮ অক্টোবর লিওনেল মেসির বার্সেলেনোর বিপক্ষে ম্যাচে রোনাল্ডোকে পাওয়া যাবে। তবে এজন্য তাকে ম্যাচের ২৪ ঘন্টা আগে করোনা নেগেটিভ হতে হবে।
কিয়েভে থাইয়ের ইনজুরিতে পড়ায় ইতোমধ্যেই দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক গিওর্গিও চিয়েলিনি। যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনির করোনা পজিটিভ আসায় পুরো দল এখনো আইসোলেশনের মধ্যেই রয়েছে। জুভেন্টাসের ২০ বছর বয়সী সুইডিশ তারকা ডিয়ান কুলুসেভিস্কি বলেছেন, ‘পুরো পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়েছে, এটা অস্বীকার করার কোন উপায় নেই। এই ধরনের পরিস্থিতিতে জীবন কাটানো মোটেই সহজ নয়। প্রায় একমাস যাবত আমি ঘরের মধ্যে আছি।’
ইতোমধ্যেই এসি মিলান তারকা ইব্রাহিমোভিচ করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। ফেরার সাথে সাথে মিলান ডার্বিতে ইন্টারের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে গোলও পেয়েছেন। আগামী সোমবার তারা অষ্টম স্থানে থাকা রোমাকে ঘরের মাঠে আতিথ্য দিবে। মৌসুমের প্রথম ম্যাচে ভেরোনার কাছে পরাজিত রোমা এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে। দুটি দলই ইউরোপা লিগে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে। এসি মিলান গ্ল্যাসগোতে সেল্টিককে ৩-১ গোলে ও রোমা সুইস ক্লাব ইয়ং বয়েজের বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। ইন্টার বস পিওলি বলেছেন, ‘রোমা আমাদের জন্য অনেক বড় পরীক্ষা হতে পারে। দলটি অত্যন্ত সুসংগঠিত। তাদের আক্রমনভাগ সিরি-এ দলগুলোর মধ্যে সেরা। কিন্তু আমাদেরও এগিয়ে যাবার মত যোগ্যতা রয়েছে।’
করোনাভাইরাসে আক্রান্ত ইন্টার মিলান সিরি-এ লিগের পরবর্তী ম্যাচ খেলতে জেনোয়া সফরে যাবে। এই ম্যাচের মাধ্যমে তারা ডার্বি পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে চায়। চ্যাম্পিয়ন্স লিগেও তারা বরুসিয়া মোচেনগ্ল্যাডবাখের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মৌসুম শুরু করেছে।
চতুর্থ স্থানে থাকা জেনারো গাত্তুসোর নাপোলি ইউরোপা লিগে ডাচ ক্লাব এজেড আলকমারের কাছে ১-০ গোলে পরাজিত হবার পর রোববার বেনেভেনটো সফরে যাবে।
বাসস/নীহা/১১০৮/স্বব