কিমের সাথে ট্রাম্পের বন্ধুত্বের নিন্দা করেছেন বাইডেন

496

ন্যাশভিল, ২৩ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন বৃহস্পতিবার উত্তর কোরীয় নেতার সাথে বন্ধুত্ব করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা এবং ট্রাম্পের কূটনীতিকে হিটলারের সাথে কাজ করার সাথে তুলনা করেছেন।
প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কের তীব্র লড়াইয়ে বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে আক্রমন করে বলেন, কিম জং উনের সাথে শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প যুদ্ধ এড়িয়ে গেছেন। খবর এএফপি’র।
বাইডেন উত্তর কোরিয়ার তরুণ নেতাকে ‘একজন দুর্বৃত্ত’ বলে অভিহিত করেন।
তবে পিয়ংইয়ং কোরীয় উপদ্বীপটিকে “পারমাণবিক-মুক্ত অঞ্চল” হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবে এই শর্তে বাইডেন কিমের সাথে দেখা করতে ইচ্ছুক বলে ইঙ্গিত প্রদান করেন।
ট্রাম্প বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে উত্তর কোরিয়ার ব্যাপারে একটি ঝামেলার মধ্যে রেখে গেছেন এবং তাকে ‘পারমাণবিক যুদ্ধের’ ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন।
ট্রাম্প বলেন, শীর্ষ সম্মেলনের পরে, ‘আমাদের খুব ভাল সম্পর্ক চলছে এবং কোনো যুদ্ধ নেই।’ ট্রাম্প সাম্প্রতিক সময়ে সামরিক কুচকাওয়াজের মাধ্যমে উত্তর কোরিয়ার বিপুল নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর বিষয়টিকেও উপেক্ষা করে গেছেন।