বাসস ক্রীড়া-১৬ : ইসিবির প্রস্তাবে রাজি মরগান-রুট-স্টোকসরা

141

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-ইসিবি
ইসিবির প্রস্তাবে রাজি মরগান-রুট-স্টোকসরা
লন্ডন, ২৩ অক্টোবর ২০২০ (বাসস) : করোনার কারণে আর্থিক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পুরুষ দলের ক্রিকেটারদের বেতন কর্তনের প্রস্তাব দিয়েছিলো ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির সেই প্রস্তাবে রাজি হয়েছেন ইংল্যান্ডের পুরুষ দলের ক্রিকেটাররা।
তাই আগামী এক বছরে, অর্থাৎ ২০২০-২১ মৌসুমে ১৫ শতাংশ করে চুক্তিবদ্ধ ২৩ জন ক্রিকেটারের বেতন কেটে নেয়া হবে। ইতোমধ্যে এই বিষয় নিয়ে টম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপের (টিইপিপি) সাথে চুক্তি করেছে ইসিবি।
এজন্য খেলোয়াড় ও টিইপিপিকে ধন্যবাদ জানিয়েছেন ইসিবির ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস। তিনি বলেন, ‘বোর্ডকে এমন সহযোগিতার জন্য আমি খেলোয়াড় এবং টিইপিপিকে ধন্যবাদ জানাতে চাই। তারা বোর্ডের বর্তমান সর্ম্পকে বেশ ভালো জানেন। জাতীয় দলের দুই অধিনায়ক জো রুট-ইয়োইন মরগান ও ক্রিকেটাররা এই চ্যালেঞ্জিং সময়ে যেভাবে দায়িত্ব পালন করছেন, এ জন্য তাদের স্বীকৃতি দেয়া দরকার। খেলোয়াড় ও তাদের প্রতিনিধিদের সাথে আমাদের সম্পর্ক শক্তিশালী। তারা সবসময় বোর্ডকে সহযোগিতা করেছে।’
টিইপিপির চেয়ারম্যান রিচার্ড বেভান বলেন, ‘বোর্ডের পাশে দাড়িয়ে ক্রিকেটাররা খেলার প্রতি নিজেদের দায়িত্ব ও ঐক্য দেখিয়েছে। এটি অনেক বড় চ্যালেঞ্জ ক্রিকেটারদের জন্য। তারা সেই চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করেছে।’
গেল মার্চে করোনার কারনে খেলা বন্ধ হয়ে যাওয়ায়, ৩শ মিলিয়ন ক্ষতির আশংকা করেছিল ইসিবি। কিন্তু গেল জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ও পাকিস্তানকে নিজ দেশে সিরিজ খেলার আমন্ত্রন জানিয়ে ক্ষতির পরিমান কমিয়েছে ইসিবি। ইসিবির ক্ষতির পরিমাণ এখন দাঁড়িয়েছে ১শ মিলিয়নে।
তবে আগামী বছর ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে ২শ মিলিয়নে। এমনটা স্বীকার করেছেন ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন। তিনি বলেন, ‘আগামী বছর যদি ক্রিকেট সিরিজ আয়োজন না করা যায়, তবে ক্ষতির পরিমান ২শ মিলিয়ন হবে।’
আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে গত সেপ্টম্বরে ৬২ জন কর্মী ছাঁটাই করেছে ইসিবি।
বাসস/এএমটি/২০০৫/স্বব