বাসস দেশ-১৮ : শাহজালাল বিমানবন্দরে ৬৮ পিস সোনার বার উদ্ধার

112

বাসস দেশ-১৮
বিমানবন্দর-সোনা উদ্ধার
শাহজালাল বিমানবন্দরে ৬৮ পিস সোনার বার উদ্ধার
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২০ (বাসস) : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ দশমিক ৮৮৮ কেজি ওজনের ৬৮ পিস সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
আজ শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ৪টি সিটের নিচ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ মুবিনুল কবীর আজ সোনা উদ্বারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সুত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ( বিজি-০২৮) নম্বরের একটি উড়োজাহাজ আবুধাবি থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। তখন গোপন খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা আবুধাবি থেকে আসা (বিজি-০২৮) ফ্লাইটে তল্লাশি চালিয়ে চারটি সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ তোলা ওজনের মোট ৬৮টি সোনার বার উদ্ধার করে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯৪৫/-কেকে