বাসস ক্রীড়া-১৩ : অবশেষে বার্তোমেউকে নিয়ে মুখ খুললেন পিকে

132

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-পিকে
অবশেষে বার্তোমেউকে নিয়ে মুখ খুললেন পিকে
মাদ্রিদ, ২৩ অক্টোবর ২০২০ (বাসস) : অবশেষে বর্তমান ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউকে নিয়ে মুখ খুললেন বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে। বার্তোমেউকে নিয়ে সমালোচনায় করেছেন তিনি।
গত মৌসুম শেষে বার্সেলোনার অস্থির পরিস্থিতি নিয়ে এতোদিন কিছু না বললেও, এবার মুখ খুললেন পিকে। বার্সেলোনার সংবাদমাধ্যম লা ভানগুয়ার্দিয়াকে দেয়া সাক্ষাৎকারে ক্লাবের খারাপ পরিস্থিতি নিয়ে কথা বলেন পিকে। তিনি বলেন, ‘বার্সেলোনার এতটা খারাপ পরিস্থিতির মুখে পড়বে আমি, আমরা ভাবতেও পারিনি। এসব কিছুর জন্য দায়ী বার্তোমেউ। খেলোয়াড়দের মধ্যে শঙ্কা তৈরি করে, তাদেরকে চাপে রাখা সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করেছেন তিনি।’
লা-লিগায় শীর্ষে থাকার পরও মাঝপথে কোচ ভালদার্দেকে ছাটাই করে বার্সেলোনা। এটি ছিলো বড় ভুল বলে মনে করেন পিকে, ‘আমার মনে হয় না, মৌসুমের মাঝপথে কোচকে ছাঁটাই করা ঠিক ছিল, আগের দুই লিগ শিরোপা জয়ের পর আমরা টেবিলের শীর্ষে ছিলাম। কোচকে ছাটাই করে আমাদের মনোবল নষ্ট করে দেয় ক্লাব প্রেসিডেন্ট।’
লা-লিগার শিরোপা হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নেয় বার্সেলোনা।
মৌসুমে বাজে পারফরমেন্সের পর দলের সেরা খেলোয়াড়দের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন বার্সেলোনা সভাপতি। যা করাটা মোটেও শোভনীয় ছিল না বলে জানান পিকে, ‘মেসিকে নিয়ে তৈরি হওয়া বাজে পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দিতে পারতো ক্লাব। কিন্তু প্রেসিডেন্ট পুরোপুরিভাবে ব্যর্থ। আমি বেশ কয়েকবারই বলেছি, মেসিকে দলে রেখে দিতে। ক্যাম্প-ন্যু মেসির নামে নামকরণ করা উচিত এবং মেসি সবকিছুরই দাবিদার।’
বার্সেলোনার খারাপ পরিস্থিতিতে ক্লাবের কিংবদন্তিদের যুক্ত করলে ভালো হবে বলে জানান পিকে, ‘পেপ গার্দিওলা, কার্লোস পুয়েল ও জাভিদের ক্লাবের সাথে যুক্ত করা যেত। আমার বিশ্বাস এই সকল ব্যক্তিদের সব সময় বার্সার সঙ্গে যুক্ত থাকা উচিত। কারণ তারা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নজিরগুলো সৃস্টি করেছেন।’
২০০৯ সালে বার্সেলোনায় যোগ দেন পিকে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুন পর্যন্ত বার্সাতেই থাকবেন তিনি। পিকে বলেন, ‘বার্সা আমাকে সবকিছু দিয়েছে। আমিও তাদের জন্য সবকিছু করতে মুখিয়ে আছি।’
বাসস/এএমটি/১৯১০/স্বব