চট্টগ্রামে ইয়াবাসহ বিআরটিসি বাসের সুপারভাইজার গ্রেফতার

239

চট্টগ্রাম, ২৩ অক্টোবর, ২০২০ (বাসস) : চট্টগ্রামের পটিয়া থেকে ইয়াবাসহ শরিফুল ইসলাম (৩২) নামে বিআরটিসি বাসের এক সুপারভাইজারকে গ্রেফতার করেছে র‌্যাব।
কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পথে শুক্রবার সকালে পটিয়ার বাইপাস মহাসড়কে বিআরটিসির একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২৮ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার আবদুল আলিমের ছেলে।
র‌্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন জানান,শরিফুলকে পুলিশের কাছে হস্থান্তর করে তার বিরুদ্ধে পটিয়া থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
তিনি বলেন, সে একজন পেশাদার ইয়াবা বিক্রেতা। বিভিন্ন সময় সে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল।