ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে ১১৭ জনের প্রাণহানি

506

হ্যানয়, ২৩ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক): ভিয়েতনামে অক্টোবরের শুরু থেকে বন্যা, ভূমিধস এবং প্রবল বৃষ্টিপাতজনিত অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে দেশটির মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ১১৭ জন প্রাণ হারিয়েছে এবং ২১ জন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১৪ জন। সর্বশেষ রিপোর্ট অনুযায়ি কুয়াঙ ত্রি প্রদেশে সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে , থুয়া থিয়েন-হু প্রদেশে ২৮ জন এবং কুয়াঙ বিনহ এ ১১ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় প্রধানত কুয়াঙ বিনহ ও কুয়াঙয়ে ৩৭ হাজার ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।বন্যায় ভেসে যাওয়ায় ৭ লাক ৪৬ হাজার ৯০০ গবাদিপশু ও পোল্ট্রি প্রাণী মারা গেছে।
দুর্যোগে কুয়াঙ বিনহ ও কুয়াঙ থেইয়ে বিভিন্ন মহাসড়ক এবং স্থানীয় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।