বাসস বিদেশ-৪ : তিনি নির্বাচিত হলে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করা দেশগুলোকে ‘মূল্য দিতে হবে’ : বাইডেন

124

বাসস বিদেশ-৪
যুক্তরাষ্ট্র-বাইডেন-গুপ্তচরবৃত্তি
তিনি নির্বাচিত হলে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করা দেশগুলোকে ‘মূল্য দিতে হবে’ : বাইডেন
নাশভিল, ২৩ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের সাথে তার চূড়ান্ত বিতর্ককালে হুশিয়ার করে দিয়ে বলেছেন, তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করা যেকোন দেশকে ‘চরম মূল্য দিতে হবে।’ খবর এএফপি’র।
বাইডেন বলেন, ‘আমি এটা স্পষ্ট করে বলছি যে আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করা যেকোন দেশকে মূল্য দিতে হবে। তাদেরকে চরম মূল্য দিতে হবে।’
চূড়ান্ত বিতর্কের এক দিন আগে মার্কিন কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে জানায়, রাশিয়া ও ইরান ৩ নভেম্বর ভোটের আগে জনমত প্রভাবিত করার পদক্ষেপ গ্রহণ করেছে।
বাসস/এমএজেড/১৩০০/-আসাচৌ