বাসস বিদেশ-৩ : করোনায় ২ লাখ ২০ হাজার লোকের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতে পারেন না : জো বাইডেন

118

বাসস বিদেশ-৩
যুক্তরাষ্ট্র-ভোট-বাইডেন
করোনায় ২ লাখ ২০ হাজার লোকের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতে পারেন না : জো বাইডেন
ন্যাশভিল, ২৩ অক্টোবর, ২০২০ (বাসস) : ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার চূড়ান্ত বিতর্কের সময় বলেছেন, ডোনাল্ট ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে ২ লাখ ২০ হাজার আমেরিকানের মৃত্যু হওয়ায় পুন:নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য হিসেবে প্রত্যাখান করতে হবে।
নির্বাচনের মাত্র ১২ দিন আগে শোডাউনের উদ্বোধনী বক্তব্যে বাইডেন বলেন, ‘এতো লোকের মৃত্যুও জন্য দায়ী কারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকা উচিত নয়।’
বাইডেন বলেন, ‘প্রেসিডেন্টর এখনো এ ব্যাপারে কোন ব্যাপক পরিকল্পনা নেই।’
করোনাভাইরাসে মৃত্যুর ‘ডার্ক উইন্টার’ থামাতে ট্রাম্পের কোন পরিকল্পনা না থাকার অভিযোগ তুলে বাইডেন তাঁর বক্তব্যে বলেন, অন্য যে কোন দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনায় বেশী লোকের মুত্যু হয়েছে, ট্রাম্প জোর দিয়ে বলেছেন মেডিকেল চিকিৎসার মধ্য দিয়ে করোনা শীঘ্রই চলে যাবে এবং তিনি নিজে করোনা থেকে পুনরুদ্ধারের কথা তুলে ধরেছেন।
ন্যাশভিলের টেলিভিশন বিতর্কে বাইডেন বলেন, ‘২ লাখ ২০ হাজার আমেরিকান মারা গেছে। আপনারা যদি আজ রাতের বেলা আর কিছু শুনে না থাকেন, তাহলে শুনুন বিতর্কের সময় দুই প্রার্থী নিরাপত্তা ঝুঁকির কারণে হাত মেলানো এড়িয়ে গেছেন।’
তিনি বলেন,‘যে কেউ হোক যিনি এই মৃত্যুর জন্য দায়ী তাঁর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা উচিত নয়।
বাসস/এএফপি/অনু-এমএবি/১২৫০/- আসাচৌ