নেভালনিকে ব্যক্তিগতভাবে জার্মানিতে চিকিৎসার অনুমতি দিলেন পুতিন

329

মস্কো, ২৩ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে আলেক্সি নেভালনিকে চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়ার অনুমতি দিয়েছেন। বিরোধী দলীয় এ নেতাকে নার্ভ এজেন্টের সাহায্যে বিষ প্রয়োগের ঘটনার পর তিনি এমন কথা বলেন। খবর এএফপি’র।
টেলিভিশনে পরিবেশিত এক বক্তব্যে পুতিন বলেন, ‘রাশিয়ার এ নেতার স্ত্রী আমার কাছে দ্রুত আবেদন করায় তাৎক্ষণিকভাবে আমি প্রসিকিউটরদের চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার সম্ভাবনা যাচাই করতে বলেছি।’ ওই বক্তব্যে তিনি এটাও উল্লেখ করেন যে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নেভালনির বিরুদ্ধে তদন্ত চলায় তার বিদেশ সফরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বে তাকে রাশিয়া ছাড়ার অনুমতি দেয়া হয়।