বাসস ক্রীড়া-১৭ : সাকিবের কাছে অলৌকিক কিছু প্রত্যাশা না করার আহ্বান ডোমিঙ্গোর

139

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-সাকিব-ডোমিঙ্গো
সাকিবের কাছে অলৌকিক কিছু প্রত্যাশা না করার আহ্বান ডোমিঙ্গোর
ঢাকা, ২২ অক্টোবর ২০২০ (বাসস) : বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যপারে সকলকে ধৈর্য্যশীল হবার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। একই সাথে ক্রিকেটে ফেরার পর তার কাছ থেকে অলৌকিক কিছু প্রত্যাশা না করার আহ্বানও জানান তিনি।
ম্যাচ ফিক্সিংএর প্রস্তাব গোপন করায় গেল বছর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশান ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাকিব। এ মাসের ২৯ তারিখ তার নিষেধাজ্ঞা শেষ হবে। ঐ দিন থেকেই ক্রিকেট খেলতে পারবেন তিনি।
অতীতে মাঠে ফেরার পর সাকিবের কাছ থেকে ক্রিকেটপ্রেমিদের প্রত্যাশা অনেক বেশি দেখা গেছে। কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। এক বছর পর মাঠে ফিরছেন সাকিব। তাই ক্রিকেটের সাথে মানিয়ে নিতে হবে তাকে।
আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘সাকিব অন্যান্য ক্রিকেটারের মতই, তাকে মানিয়ে নিতে কিছু ক্রিকেট খেলতে হবে। কিন্তু আপনি যদি, তার কাছ থেকে শুরুতেই প্রত্যাশা করেন এবং অলৌকিক পারফরমেন্স আশা করেন তবে আপনাকে ধৈর্য্য ধরতে হবে।’
তিনি আরও বলেন, ‘সে এক বছর ধরে ক্রিকেট খেলছে না। খেলতে আগ্রহী। সে বিশ্বের সেরা অলরাউন্ডার। তবে তারও পথ খুঁজে বের করতে হবে। থ্রো ও বোলিং মেশিনে খেলা এবং ১৪০ কিলোমিটার গতিতে বোলারের মুখোমুখি হবার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে।
ডোমিঙ্গো জানিয়েছেন, ক্রিকেটে ফিরতে সাকিব কঠোর পরিশ্রম করছেন।
তিনি বলেন, ‘গতকাল আমি তার সাথে কথা বলেছি। সে তার ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে। সে এখন দেশের বাইরে রয়েছে। ফিট হতে তার কিছুটা সময়ের প্রয়োজন হবে এবং আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা জানি, সে বড় মাপের খেলোয়াড়। তাই আমি আশা করছি, বাংলাদেশের হয়ে ২০২১ মৌসুমটি দুর্দান্ত হবে সাকিবের।’
বাসস/এএমটি/১৯১৫/স্বব