বাজিস-৮ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে গোপালগঞ্জে ‘বশেমুরবিপ্রবি’তে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

130

বাজিস-৮
গোপালগঞ্জ- বৃক্ষরোপন
‘মুজিববর্ষ’ উপলক্ষে গোপালগঞ্জে ‘বশেমুরবিপ্রবি’তে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
গোপালগঞ্জ, ২২ অক্টোবর ২০২০ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আজ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বিশ^বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মো: রাজিউর রহমন, পরীক্ষা নিয়ন্ত্রক এসএম গোলাম হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী পাঁচশ’টি গাছেরচারা রোপণ করা হবে।
বাসস/সংবাদদাতা/১৮২০/এমকে