বাসস দেশ-২৯ : সার্বজনীন দুর্গোৎসব মানবিক, উদারনৈতিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে জাগিয়ে তোলে : ঢাবি উপাচার্য

98

বাসস দেশ-২৯
ঢাবি-উপাচার্য
সার্বজনীন দুর্গোৎসব মানবিক,উদারনৈতিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে জাগিয়ে তোলে : ঢাবি উপাচার্য
ঢাকা, ২২ অক্টোবর, ২০২০ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সার্বজনীন দুর্গোৎসব আমাদের মানবিক,উদারনৈতিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে জাগিয়ে তোলে।
এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন,হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গোৎসব। অশুভ শক্তির বিনাশ, সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের মূলমন্ত্র। দেশের প্রতি পূজা মন্ডপ আজ দুর্গা দেবীর আগমনে মুখরিত। দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, দূর্গাপূজার অন্তর্নিহিত বাণী অনুধাবন করে সবাইকে ধৈর্য ও সাহসিকতার সাথে করোনা ভাইরাস মোকাবেলা এবং দেশ -জাতির চলমান অগ্রগতি ও উন্নয়নের ধারাও অব্যাহত রাখতে হবে।
বাসস/সবি/এসএস/১৮০৮/এমএবি