বাসস দেশ-২৪ : করোনা পরিস্থিতিতেও যারা সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত তারা জনগণের বন্ধু হতে পারে না : তথ্য প্রতিমন্ত্রী

94

বাসস দেশ-২৪
মুরাদ-সরকার
করোনা পরিস্থিতিতেও যারা সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত তারা জনগণের বন্ধু হতে পারে না : তথ্য প্রতিমন্ত্রী
ঢাকা , ২২ অক্টোবর, ২০২০ (বাসস) : করোনা পরিস্থিতি উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যখন নিরন্তর কাজ করে যাচ্ছে তখন এরূপ সংকটকালেও যারা মানুষের পাশে না দাঁড়িয়ে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত তারা জনগণের বন্ধু হতে পারে না। তারা বিবেকহীন। জনগণ এদের প্রত্যাখ্যান করেছে এবং করবে, বলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
প্রতিমন্ত্রী আজ সকালে ‘জনতার প্রত্যাশা’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে করোনা আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের আশু রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলের পূর্বে এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি এম এ করিমের সভপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, নূরুল আমিন রুহুল এমপি, আকরাম হোসাইন, হুমায়ূন কবির, এসএম শরীফুল ইসলাম, অরুন সরকার রানা প্রমুখ।
ডা মুরাদ বলেন, করোনার সময়ও দেশের অর্থনীতি সঠিক ধারায় এগিয়ে চলছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ রপ্তানী বাণিজ্যের ইতিবাচক দিক অব্যাহত আছে যা সম্ভব হয়েছ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপের কারণে।
প্রতিমন্ত্রী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।
বাসস/সবি/কেসি/১৭৩০/এএএ