আইপিএলের আগামী আসরে পিঙ্ক বলে খেলা চান কপিল

700

নয়াদিল্লি, ৭ এপ্রিল, ২০১৮ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের আগামী আসরে কিছু ম্যাচে গোলাপি বলে খেলার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ও প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেন, ‘যদি ভারতীয় দল দেশের মাটিতে দিবা-রাত্রির টেস্ট খেলতে চায়, তবে আগামী আইপিএলের কিছু ম্যাচে তারা গোলাপি বল ব্যবহার করতে পারে তারা। যদি সত্যিকারর্থে তারা দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় তবে এটিই সবচেয়ে ভালো উপায়।’
২০১৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত হয় প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। অ্যাডিলেড ওভালে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ৩ উইকেটে জিতেছিলো অসিরা। ঐ ম্যাচের পর থেকে দিবা-রাত্রির টেস্ট আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এ পর্যন্ত আরও আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলংকা ও জিম্বাবুয়ে দিবা-রাত্রির ম্যাচ খেলেছে। তবে এখনও দিবা-রাত্রির টেস্টে খেলেনি বাংলাদেশ ও ভারত। এ বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবা-রাত্রির ম্যাচের সুচি রয়েছে ভারতের।
ফ্লাড লাইটে খেলা হলে স্পিনাররা সুবিধা করতে পারবেন বলে ইতোপুর্বে উল্লেখ করেছিলেন ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রি। এ কারণেই অস্ট্রেলিয়ার মাটিতে দিবা-রাত্রির টেস্ট খেলতে আগ্রহী নয় ভারতীয় দল। এতে অনেক বেশি সুবিধা পাবে অসিরা। এজন্য কপিল মনে করেন, আইপিএলে গোলিপ বলের ব্যবহার করতে পারে ভারত।
আইপিএলই গোলিাপি বল পরীক্ষার মঞ্চ হতে পারে জানিয়ে টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে কপিল বলেন, ‘আগামী মৌসুম দিয়ে গোলিাপি বলের ব্যবহার হবে সবচেয়ে ভালো উপায়।’
ভবিষ্যতে দিবা-রাত্রির টেস্টের বিপক্ষে ভারতীয় দল কঠোর হলেও কপিল কথা বলেছেন ভিন্ন সুরে। তিনি বলেন, ‘যেহেতু উপমহাদেশে বেশির ভাগ সময়েই গরম থাকে তাই এতে দিবা-রাত্রির টেস্ট ভালো কাজে দিবে এবং এটি নির্ভর করে বিসিসিআই ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিভাবে এই এটাকে গ্রহণ করবে তার ওপড়।’
তবে এবারই প্রথম নয় নতুন যে কোন কিছুর সাথে মানিয়ে নিতে অপরাগতা প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে তারা ডিসিশন রিভিই সিস্টেমের (ডিআরএস) বিপক্ষে বিরোধিতা প্রকাশ করেছিলো।
তবে ধীরে ধীরে ধীরে ডিআরএস প্রযুক্তি ঠিকই গ্রহণ করেছে ভারতী ক্রিকেট বোর্ড। এমনকি আজ থেকে শুরু হওয়া আইপিএলেও ডিআরএসের ব্যবহার রেখেছে তারা।
ভারত কখন প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলে তা দেখতে পারাটা হবে বেশ মজার।